রচনা :নায়াগ্রা জলপ্রপাত
ভূমিকা : পৃথিবীতে সবচেয়ে বৃহৎ ও বিস্ময়কর জলপ্রপাত বলা হয় নায়াগ্রাকে। এই জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। সে যে কী বিস্ময়কর, বলে কাউকে বোঝানো সম্ভব নয়। একমাত্র নিজের চোখে দেখলে তা বিশ্বাস হবে।
জলপ্রপাত কী : জলপ্রপাত হলো জলের প্রপাত বা পতন। এই প্রপাত সাধারণত পাহাড় থেকে হয়। ঝরনার মতো পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে, তবে আকারে-প্রকারে অনেক বিশাল। ঝরনা ছোট আর জলপ্রপাত বড়—এটুকু যা তফাত। ওপর থেকে নিচে জল পতনের ব্যাপার দুই জায়গায়ই ঘটে। কারণ জল যদি না-ই পড়ে তাহলে ঝরনাও হবে না, জলপ্রপাতও হবে না।
নায়াগ্রা জলপ্রপাত : জলপ্রপাতের ক্ষেত্রে সাধারণত পাহাড়ের ওপর থেকে পানি নিচে সমতল ভূমিতে গড়িয়ে পড়ে। কিন্তু নায়াগ্রা জলপ্রপাত পাহাড় থেকে নামেনি। সমতলের ওপর দিয়ে একটি খরস্রোতা নদী বইছে। স্রোতের কারণে সমতলের সব কিছু ভাসিয়ে নিয়ে যাওয়ার কথা থাকলেও নদীটি কিছুই ভাসিয়ে নেয় না। কারণ যে মাটির ওপর দিয়ে এই খরস্রোতা নদীটি প্রবাহিত, সেখানে হঠাৎ করেই এক বিশাল ফাটল। দুই দিকের মাটির মধ্যে এক বিরাট ফাঁক। একটা নদী যতখানি চওড়া হতে পারে, ততখানি ফাঁক। নায়াগ্রার জল ওই ফাঁকের ভেতরে চলে যাচ্ছে। ওটাও প্রপাত, কারণ পানি পড়ছে। তবে সাধারণ জলপ্রপাতের মতো পাহাড় থেকে পানি পড়ছে না। পড়ছে সমতল থেকে বিশাল ফাটলের গহ্বরে। কিন্তু পানিটা ফাটলের মধ্য দিয়ে পড়ে কোথায় যে যাচ্ছে, তার হদিস পাওয়া যায়নি বলেই নায়াগ্রা একেবারে ভিন্ন রকমের জলপ্রপাত।
উপসংহার : বিশ্ব ভূমণ্ডল বড়ই বিচিত্র। অনেক অসম্ভব ব্যাপারই এখানে ঘটে। এই বিচিত্রতার কারণেই নায়াগ্রা জলপ্রপাতটি পাহাড় থেকে নামেনি। সমতলের ওপর দিয়ে বয়ে চলা খরস্রোতা নদীর দুদিকের মাটির বিশাল ফাটলের মধ্য দিয়ে নায়াগ্রার জল চলে যাচ্ছে। এটাই সারা বিশ্ববাসীর দৃষ্টিতে এক মহাবিস্ময়ের বিষয়।
No comments:
Post a Comment